আল নাসরের বড় জয়

এএফসি চ্যাম্পিয়নস লিগ

আল নাসরের বড় জয়

মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস দলের প্রাণভোমরাকে রেখেছিলেন বিশ্রামে। তবুও পর্তুগিজের সুপারস্টারের অভাবটা বুঝতে দেয়নি আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল উৎসব করেছে সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি। বুধবার রাতে ইস্তিকললকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর।

১৮ সেপ্টেম্বর ২০২৫